Are you a CSE Graduate? Then You must know “The 6”


To be a  successful  Computer Engineer or Software Engineer.Know "The 6"

আমজনতা(Mango people ) এর চোখে কেমন হবে একজন সফল কম্পিউটার প্রকৌশলী বা সফটওয়্যার প্রকৌশলী।তাহলে নিচের পয়েন্টগুলিতে চোখ বুলিয়ে নিনঃ

১) আপনাকে অবশ্যই ফেসবুক আইডি হ্যাকিং বা ফিশিং সম্পর্কে জানতে হবে
 
২) সাধারণ একজন মানুষের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফেসবুক আইডিতে ঢুকে তার ইনবক্স দেখার মতো অসীম ক্ষমতা আপনার থাকতেই হবে।

৩) দেখিবামাত্র কম্পিউটারের যেকোনো রোগের নাড়িনক্ষত্র বের করার ক্ষমতা থাকতে হবে আপনার।

৪) কেউ একজন একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কিনবে। আপনাকে অবশ্যই সেটার বাজারদর সম্পর্কে ধারণা রাখতে হবে।

৫) মেইল আইডি খোলা জানতে হবে, প্রায় সময়ই অনেকে আপনাকে একটা মেইল আইডি খোলার জন্য রিকোয়েস্ট করতে পারে।

৬) ফটোশপ আপনাকে অবশ্যই জানতে হবে। কম্পিউটার নিয়ে পড়েন অথচ ভাই-ব্রাদারের ছবি কম্পিউটারে এডিট করে দিতে পারবেন না।সেটা ইমপসিবল! 



আজ থেকেই কাজে লেগে পড়ুন তাহলে to be a  successful  Computer Engineer or Software Engineer.

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রকেট একাউন্ট খোলার আদ্যোপান্ত

How to open A bKash account ??